বর্ধমানের বেলকাস পঞ্চায়েতের চান্দুল এলাকায় উন্নয়নের পাঁচালীর প্রচার মাধ্যম কে কেন্দ্র করে এলাকায় প্রচার চালালো বিধায়ক। সকল জন প্রতিনিধিরা শনিবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই কর্মসূচি আয়োজিত হয়েছে চান্দুল এলাকায় বলে বিধায়ক জানিয়েছে শনিবার বিকালে।