মাথাভাঙা ১: মাথাভাঙ্গা সাতগাছি এলাকায় চিতা বাঘের আক্রমণে পাঁচ জন গুরুতর আহত
মাথাভাঙ্গা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায় চিতা বাঘের আক্রমণে পাঁচজন গুরুতর আহত। আহতদের মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে শনিবার সকাল নয়টা নাগাদ ধান কাটতে একটি মহিলা জমিতে যায় এবং সেখানেই চিতাবাঘ তাকে আক্রমণ করে, এরপর আশেপাশের লোকজন প্রতিমা রায় ডাকুয়া প্রথম আক্রমণ করে এরপর আশেপাশের লোকজন তারা ছুটে এলে চিতাবাঘ তাদের উপরেও আক্রমণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা।