জামালপুর: জাতীয় সড়কের মুসুন্ডা এলাকায় স্থায়ী পথবাতির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা
১৯ নম্বর জাতীয় সড়কের মুষুন্ডা এলাকায় স্থায়ী পথভ্রান্তি দাবী জানিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যায় গ্রামবাসীদের তরফ থেকে জানানো হয়েছে মুসুন্ডা থেকে নবগ্রাম পর্যন্ত জাতীয় সড়কে কোন স্থায়ী বাতি না থাকায় দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে। ছিনতাইও হচ্ছে পথ চলতে মানুষজনদের, আর স্থায়ী বাতি দেওয়ার দাবি জানিয়ে এই বিক্ষোভের নাম নিয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।