অঞ্চল স্তরে দলীয় সংগঠনকে মজবুত করতে পথসভার আয়োজন করল অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে অঞ্চল স্তরে দলীয় সংগঠন কে বিধানসভা নির্বাচনের আগে মজবুত করতে পথসভার আয়োজন করল বেলদা আটের দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন বেলদার সসিন্দাতে হয়েছে এই পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন বেলদা ৮ এর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদি বারিক।