বিদ্যুৎ এর মাশুল কমাতে হবে। স্মার্ট মিটার বসানো যাবে না। সহ একাধিক দাবিতে পথসভা বৃহস্পতিবার জয়পুর ব্লকের জয়পুর কৈবর্তপাড়া হরিমন্দির প্রাঙ্গণে। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (অ্যাবেকা) পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে জয়পুর ব্লক বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন দেওয়া হবে এইসব দাবিতে। ডেপুটেশন কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষদের নিয়ে পথসভা আয়োজিত হয়।