দেগঙ্গা: মিম দলের উদ্যোগে দেগঙ্গার দেগঙ্গা বাজারে অনুষ্ঠিত হলো পথসভা, উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি
আসাদ উদ্দিন ওয়েসির মিম পার্টির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে। বৃহস্পতিবার বিকেল তিনটে থেকে শুরু হয় পথসভা। শেষ হয় সন্ধ্যা সাতটা নাগাদ। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, কবির রানা, আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি অভিযোগ করেন বাংলায় বিজেপিকে এনেছেন তৃণমূল কংগ্রেস। বিজেপির সাথে তৃণমূলের সমঝোতা আছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মিম রাজ্যের সবকটি আসনেই প্রার্থী দেবে।