পৌরসভার ফান্ড এলেই মতিগঞ্জ মোড়ের মহিলা শৌচালয় হয়ে যাবে, আশ্বাস শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের, শহরের ব্যস্ততম এলাকা শান্তিপুর মতিগঞ্জ মোড় চার মাথার এই মোড়ে নিত্য যাতায়াত নদীয়া সহ বিভিন্ন জেলা থেকে আগত মহিলা পুরুষের কিন্তু বারংবার শান্তিপুর পৌরসভাকে বলেও এই মতিগঞ্জ মোড়ে একটি আধুনিক মহিলা শৌচালয় করা যায়নি, যে শৌচালয়টি আছে তা ব্যবহারের অযোগ্য বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন থেকে শুরু করে বিরোধীরা, বলা হচ্ছে মহিলাদের আব্রু রক্ষা