নওদা: আবারো SIR আতঙ্কে মৃত্যু হল নওদার এক পরিযায়ী শ্রমিকের
আবারো SIR আতঙ্কে মৃত্যু হল নওদার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সেরফুল হক শেখ, তার বাড়ি নওদা থানার শ্যামনগর এলাকায়। বুধবার দুপুরে জানা যায় ভিন রাজ্যে কাজ করত এই শ্রমিক। কিন্তু কাগজপত্র ঠিকঠাক পাচ্ছিলেন না সে আতঙ্কে নিজেই আত্মহত্যা করেন বলে জানা যায়। ঘটনায় নওদার শ্যামনগরে এলাকায় শোকের ছায়া।