জামবনি: চিচড়ায় জাল লটারির চক্রে হানা দিল জামবনি থানার পুলিশ,গ্ৰেফতার এক
চিচড়ায় জাল লটারির চক্রে হানা দিল জামবনি থানার পুলিশ। নাগাল্যান্ডের ডিয়ার গঙ্গা লটারির নামে ঝাড়খন্ড, বাংলা, বিহার জুড়ে চলছিল লক্ষাধিক টাকার জাল লটারির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে জামবনি থানার পুলিশ হানা দেয় চিচড়াতে গ্ৰেফতার করে শেখ সাদিকুল হক আনসারীকে। উদ্ধার করা হয় জাল লটারির টিকিট আধুনিক ছাপার মেশিন কাটিং মেশিন এবং নগদ টাকা। জামবনি থানার পুলিশ জানায় অভিযুক্ত নিজের বাড়িতেই গোপন ছাপাখানা চালিয়ে নিয়মিত জাল টিকিট ছাপত।