বাসন্তীঃ বিগত বছরের ন্যায় এ বছরও সুন্দরবনের মানুষের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শুরু হলো ২৯তম বর্ষে পদার্পণ করা বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটি আয়োজিত সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব। মেলায় এ বছর অন্যতম আকর্ষণ ছিলো, সুদূর ইতালি থেকে আগত আন্তর্জাতিক বংশীবাদক সিমোনে ম্যাটিয়ালো। এছাড়াও উপস্থিত ছিলেন, কোলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপ