খোয়াই: খোয়াই শহরে ত্রিপুরা প্রদেশ কিষান অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় মিছিল
Khowai, Khowai | Nov 29, 2025 কাল শ্রম কোড বাতিল দেশ ও রাজ্যের কৃষিজীবী শ্রমজীবীদের বেঁচে থাকার ন্যায্য দাবি আদায়ের যৌনবিরোধী কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার দাবিতে খোয়াই শহরে মিছিল। এদিনের মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে খোয়াই শহর পরিক্রমা করে।