চন্দ্রকোনা ২: ক্ষীরপায়ে মুখ্যমন্ত্রীর দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন MLA,BDO
ভ্রাম্যমান এই অ্যাম্বুলেন্সে থাকবে ৩৫ ধরনের চিকিৎসা পরিষেবা, এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় ,আজ দুপুর ১ টা নাগাদ ক্ষীরপাইয়ে উদ্বোধন হলো এই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সের । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, উপস্থিত ছিলেন, বিডিও, স্বাস্থ্য বিভাগের।অধিকারীকরা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রা।