"এস আই আর এর দৌলতে সাধারণ ভোটাররা জানতে পারলেন তার এলাকার ভোটার তালিকায় ভূত-পেত্নী কত রয়েছে"-মেদিনীপুরে কটাক্ষ বার্তা বিজেপি নেতার। বিজেপির জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত মেদিনীপুরে খসড়া তালিকা প্রকাশের দিন বিকেলে কটাক্ষ বার্তা ছুড়ে দিলেন শাসক দলের উদ্দেশ্যে। তার দাবি-এই সমস্ত ভুত পেত্নী ভোটারের সুবিধা নিত তৃণমূল।