পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর সাউথ খণ্ড পঞ্চায়েতে উত্তর চৌমুখ গ্রামে স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম ঢালাই রাস্তা পেল |এই গ্রামের একটি পাড়াতে দেড়শটি পরিবারের কমপক্ষে ৪০০ জনের বাস এই পাড়ায় যাতায়াতের জন্য দু কিমি মাটির রাস্তা রয়েছে মুখ্যমন্ত্রী কে ফোন করতে রাজ্য সরকারের প্রাথমিক প্রকল্পে রাস্তা দিয়ে ঢালাই করার জন্য অনুমোদন পায়। খুশি বাসিন্দারা |