রাতের অন্ধকারে মন্দির থেকে দেবীর বিগ্রহ চুরি।ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে পুরশুড়ার দক্ষিনপাড়া এলাকায়।জানা গেছে,সামন্তপাড়ার মানুষের কুলদেবী শীতলা মনসা।বহু বছর ধরে মায়ের পুজো করে আসছেন তারা।স্থানীয়দের দাবি,রাতে বিগ্রহ দেখা গেলেও শনিবার ভোরে দেখা যায় মনসা দেবীর বিগ্রহ উধাও।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খড়িয়ে দেখে তদন্ত শুরু করেছে।দেবীর বিগ্রহটি পিতলের তৈরী।অনুমান সোনা বা অন্য কিছু ভেবে চোরেরা হয়তো সেটা চুরি করে নিয়ে গেছে।ঘটনায় স্তম্ভীত স্থানীয়রা।