পুরাতন মালদা পৌরসভা এলাকার বাচামারি এলাকায় সাংসদ তহবিলের অর্থে নির্মিত কমিউনিটি হলের আনুষ্ঠানিক সূচনা হল সোমবার। দুপুর আনুমানিক ১টা নাগাদ নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন মালদার সাংসদ খগেন মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি নেতা উজ্জ্বল দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। জানা গেছে, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মিত হয়েছে।