গ্যাসের ফ্রী সার্ভিসিং এর নামে গ্যাস ওভেন ও সিলিন্ডার নিয়ে চম্পট দিল দুই দুস্কৃতি, চাঞ্চল্য রায়গঞ্জের উত্তর সোহারই এলাকায়। এমন অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দারস্থ হয় হয় এক গৃহবধু। মঙ্গলবার দুপুরে অভিযোগকারী গৃহবধু বলেন, তার নাম বিজয়া বর্মন, বাড়ি রায়গঞ্জের উত্তর সোহারই এলাকায়। তার অভিযোগ সোমবার সন্ধ্যায় এলাকায় লোডশেডিং ছিল। সেই সময়ে দুই যুবক গ্যাস কোম্পানির পক্ষে সার্ভিসিং করতে এসেছেন বলে জানায়। তাদের কথায় গৃহবধু গ্যাস ও ওভেন ঘরের বাইরে বের করে আনে।