গতকাল আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযানের ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মাথাভাঙ্গা পঞ্চানন মোড় দলীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে শালা শহর পরিক্রমা করে। মিছিলে অংশ নেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র কুমার বৈদ ব্লক সভাপতি শংকর রায় বিশ্বাস বিক্রম দত্ত প্রমূখ ।