গাজোল: কামতাপুরি সংগঠনের পক্ষ থেকে কামতাপুরি ভাষার পঠন পাঠান,কেন্দ্র সরকারকে দাবি জানিয়ে সভা হয়ে গেল ধরণীধর সরকার সভা কক্ষে
Gazole, Maldah | Dec 12, 2025 কামতাপুরি ভাষার চর্চা বাড়ানো এবং কামতাপুরি ভাষাকে অষ্টম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে মালদা জেলার গাজোল ব্লকের ধরণী ধর সরকার অতিথি সভা কক্ষে তাদের সভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ। এই অনুষ্ঠানের প্রথমে বিশিষ্ট অতিথিদের বরনের পর তাদের সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,কামতাপুরির ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায়,উত্তর দিনাজপুরের রমেশ সিনহা,দক্ষিণ দিনাজপুর জেলার আনারুল ইস