ভগবানগোলায় ক্রীড়া ও সামাজিক সংহতির বার্তা নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হল ভগবানগোলা গ্লোবাল সংহতি কাপ–২০২৫ ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনায় ছিল ভগবানগোলা গ্লোবাল চ্যারিটেবল ট্রাস্ট এবং সহযোগিতায় ভগবানগোলা ফুটবল একাডেমী। টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাবিরুল ইসলাম (শিক্ষক), সভাপতি—ভগবানগোলা গ্লোবাল চ্যারিটেবল ট্রাস্ট। উল্লেখযোগ্যভাবে, এই প্রতিযোগিতাটি একটি সরকারি স্বীকৃত সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়। GOVT. REGD. NO.: IV-1