বহরমপুর মুর্শিদাবাদ জেলা পুলিশের ঘোষিত বিশেষ কর্মসূচি অপারেশন প্রয়াস–এর আওতায় বড় সাফল্য এল বেলডাঙ্গা থানায়। এই অভিযানে মোট ২৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া প্রতিটি মোবাইল ফোনের অরিজিনাল ডকুমেন্ট যাচাই করে সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের হাতে তা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন মোবাইল মালিকেরা। জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াল বলেই মনে