বিশিষ্ট ফুটবলার প্রবীর দাসের জন্মদিন পালিত হল ক্যানিং স্টেডিয়ামে। দীর্ঘদিন ধরে মোহনবাগান দলে খেলেছেন, বর্তমানে আই এস এল খেলছেন প্রবীর। রবিবার ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশ রাম দাসের ডাকে ক্যানিং স্টেডিয়ামে তিনি আসেন এম এল এ কাপের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে। শনিবার তাঁর জন্মদিন ছিল, আর তাই এদিন তাঁকে কাছে পেয়ে বিধায়ক মাঠের মাঝে হাজার হাজার দর্শকের সামনে প্রবীর দাসের জন্মদিন উদযাপন করলেন। কেক কাটেন প্রবীর। তাঁকে ফুল, উত্তরীয় ও উপহার দেওয়া