অসুস্থ ও বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মেদিনীপুরে শুরু হল হোম হেয়ারিং। নিজে উপস্থিত হয়ে মেদিনীপুর শহরের চারটি বয়স্ক বয়স্কা ভোটারের কাছে গিয়ে নথি পরীক্ষা করলেন মেদিনীপুরের মহকুমা শাসক তথা ইআরও মধুমিতা মুখার্জি। সর্বত্রই এরকম উদ্যোগ থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি এ দিন।