রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যন্ত, দুর্গম ও পশ্চাৎপদ অঞ্চলের মানুষকে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট (MMU) পরিষেবা। সম্প্রতি কলকাতার স্বাস্থ্যভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে মোট ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করেছিলেন।