নানুরের থুপসারা অঞ্চলের পাতিসারা গ্ৰামে সম্প্রতি গ্রামের দুই পক্ষের সংঘর্ষে নিহত তৃণমূলের বুথ সভাপতি রাজবিহারী সর্দারের পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। উল্লেখ্য, গত শুক্রবার নানুরে পাতিসারা গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে গ্রামে অন্নপূর্ণা পূজোর করা নিয়ে চাঁদা তোলা কে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামেরই দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে আর তা থেকেই হাতাহাতি তে জড়িয়ে পড়েন এলাকাবাসীরা।সেই হাতাহাতির ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় তৃণমূলের বুথ।