আমলাগোড়া অঞ্চলের গ্যাংড়া গ্রামে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক পরিষেবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের,বুধবার সেই সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বললেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন মিঠু পতিহার,পুতুল অধিকারী,সাবিনা বেগম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন বিকেলে বিধায়ক জানিয়েছেন গ্রামের বহুদিনের এই সমস্যা,এলাকার মানুষজন সেই সমস্যার কথা জানাতেই আমাদের এই পদক্ষেপ।