কোলাঘাট: কোলাঘাট থানার ভোগপুরে চলন্ত এক্সপ্রেস স্টেশনে ছিঁনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গণধোলাই
কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুরে চলন্ত এক্সপ্রেস স্টেশনে ছিঁনতাইয়ের ঘটনা দুই দুষ্কৃতী।স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুর আনুমানিক ১২ টার সময় দুই ছিনতাইকারীরা এক মহিলার হার ছিঁনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ধরতে মহিলাও ঝাঁপ দেয়। মহিলাকে ঠেলে ফেলে দেয় দিলে ডান হাত কাটা যায়। কোলাঘাট থানায় ভোগপুর গ্রামে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গ্রামবাসীরা দুই ছিঁনতাইকারীকে ধরে ফলে ঘরে গনধোলাই দিয় রেল পুলিশের হাতে তুলে দেয়।