একগুচ্ছ দাবীতে গত ২৩শে ডিসেম্বর থেকে মালদায় লাগাতার কর্মবিরিত আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। মাসে নূন্যতম ১৫ হাজার টাকা বেতন করার দাবী মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন আশাকর্মীরা। বৃহস্পতিবার মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি রূপায়ণ নেমে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা নেতৃত্ব। উল্লেখ্য, একগুচ্ছ দাবীতে গত ২৩শে ডিসেম্বর থেকে মালদায় কর্মবিরতি আন্দোলন করছেন আশাকর্মীরা।