কাকাকে মারধরের ঘটনায় ছয় নম্বর স্যান্ডেলের বিল এলাকা থেকে বুধবার বেলা তিনটে নাগাদ ভাইপোকে আটক করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গত সোমবার হিঙ্গলগঞ্জের ৬ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় কাকাকে সুবোধ মণ্ডলকে ধরে মারধর করে ভাইপো রাজু মন্ডল। আহত কাকা স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে সোমবার সন্ধ্যা বেলায় ভাইপোর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় এসে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে ভাইপো রাজু মন্ডলকে বুধবার ওই এলাকা