গড়বেতা ২: গোয়ালতোড় পিটাকাটা রাজ্য সড়কে হাতির তাণ্ডব
জঙ্গল রাস্তায় হাতির তান্ডব। বুধবার সকালে মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিট এলাকায় পিড়াকাটা গোয়ালতোড় রাজ্য সড়কে হাতি। ফলে যান চলাচলে বেশকিছুক্ষন বিঘ্ন ঘটে। এদিন সকালে হঠাৎই দুটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাজ্য সড়কে উঠে পড়ে। হাতি দেখতে পেয়ে রাজ্য সড়কে ভিড় জমে স্থানীয় মানুষ থেকে পথচলতিদের। অনেককেই দেখা যায় হাতির পেছনে তাড়া করতে।