ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বৈরাট গ্রামের পরিযায়ী শ্রমিক মোবারক আলীর। মৃত্যুর খবর পরিবারের কাছে আসার পর থেকে পরিবার যেন ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে হায়দ্রাবাদে মাংস কাটার কারখানায় কাজ করছিলেন। গত রবিবার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। দেহ বাড়ি ফিরিয়ে আনতে গ্রামবাসীরা চাঁদা তুলে উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনো সরকারি বা বেসরকারিভাবে কোন রকম সহযোগিতা আসেনি পরিবারের হাতে। ব্যবসায়ী মতিবুর রহমান সাহায্য করুক দাবী করছে পরিবারবর্গ।