৩১ নম্বর জাতীয় সড়কের ধারসী চৌপথী এলাকায় অটোমেটিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু হয়নি একের পর এক দুর্ঘটনা ঘটার পরেও। সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই এলাকায় গিয়ে দেখা গেল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নেই। জাতীয় সড়কের এ পাস এবং ওপাশে জনবহুল এলাকা। চৌপথী হওয়ার দরুন সব সময় ছোট গাড়ি থেকে বড় গাড়ির যাতায়াত লেগেই থাকে। তাছাড়া দূরপাল্লার গাড়িগুলি লাগাতার ভাবে চলতে থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে ধারসি চৌপথি এলাকায়। প্রশাসনিক কর্তারা প্রতিশ্রুতি দিয়েছি