সেতুর হাইটবার আটকে গেল বর সমেত বিয়ে বাড়ির বাস,ভেঙে গেল হাইটবার।জানা গেছে,এদিন পুরুলিয়া থেকে বর সমতে একটি বিয়ে বাড়ির টুরিস্ট বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলো।ভুল করে আরামবাগের রামকৃষ্ণ সেতু পারাপার করতে গিয়ে সেতুতে লাগানো হাইটবারে বাস টি আটকে যায়।এরপরেই ভেঙে যায় হাইটবার।ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।