*লুটের হাত থেকে আবাস বাঁচাও দাবি উঠল রানাঘাট ২ নং ব্লকের বালিয়াডাঙ্গাতে* কোচবিহারের তুফানগঞ্জ থেকে কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রাকে সংহতি জানিয়ে, তৃণমূলের লুট,ওয়াকফ আইন বাতিল এবং মানুষের অধিকার রক্ষার দাবিতে সিপিআই(এম) নদীয়া জেলা কমিটির আহ্বানে রানাঘাট পূর্ব-১ এরিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আঁইশমালী গ্রাম পঞ্চায়েতের ৯টি বুথের দীর্ঘ ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাংলা বাঁচাও যাত্রা হলো। বাংলা বাঁচাও যাত্রার শুরু হয় দুপুর ২টা চীনাপুকুর মোড় থেক