যুবকের রহস্য মৃত্যু! বলাগড় থানায় ভাঙচুর উত্তেজিত জনতার। আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ সুপ্তের খবর বলাগড় ক্ষত্রিয় নগর খালধারের বাসিন্দা বছর ছাব্বিশের সেখ আসাদুল মন্ডল কে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ ধরে নিয়ে আসে বলে অভিযোগ।যুবক তার জামাই বাবু সেখ রাজকে মেসেজ করে জানায় সে কথা।সেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।পরে আসাদুলকেও ফোন করেন।কিন্তু ফোনে,,