আজ সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার হসপিটাল মোড় এলাকায় টোটো উল্টে আহত টোটো চালক গোয়াস বাজারের দিক থেকে ইসলামপুরের পথে যাচ্ছিল সে মতো অবস্থাই ইসলামপুর হসপিটাল উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য তবে স্থানীয় বাসিন্দারা জানান রানীনগর টু ইসলামপুরের রাজ্য সড়কের কারণে প্রতিনিয়ত হচ্ছে এক্সিডেন্ট