কৃষ্ণগঞ্জ: নদীয়ার শিবনিবাস পঞ্চায়েতের পাবাখালি গ্রামের ১০১ নম্বর বুথে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হলো, আতঙ্কে পরিবার
নদীয়ার শিবনিবাস পঞ্চায়েতের পাবাখালি গ্রামের ১০১ নম্বর বুথে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হলো, আতঙ্কে পরিবার, ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, শিবনিবাস গ্রামের এক কৃষকের নাম জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে নথিভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। SIR এর খসড়া তালিকায় ওই গ্রামের বাসিন্দা নিমাই আধিকারীর নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং নথিতে তাঁকে মৃত ভোটার বলে উল্লে