রবিবার বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা পরিদর্শনে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। এদিন তিনি পিংলা থানায় উপস্থিত হয়ে পুরো থানা চত্বর ঘুরে দেখেন, কথা বলেন অফিসারদের সঙ্গে। অবশেষে তিনি অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন।