বাসন্তীর দক্ষিণ ২৪ পরগনা আঠারো বাকিতে লরি ও বাইকের ধাক্কায় গুরুতর জখম এক বাইক আরোহী, স্থানান্তরিত করা হল কলকাতার হাসপাতালে লরি ও বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোর। জখম কিশোর তামিম সর্দার। ঐ কিশোর কাঁচা হাতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাসন্তী রাজ্য সড়কের আঠেরোবাঁকি মোড়ে দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে। রাতেই আহত তামিম সর্দারকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসা চলছিল।