তুফানগঞ্জ ২: বোচামারি এলাকায় বাংলাদেশী সন্দেহে এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
ঘটনাটি মঙ্গলবার তুফানগঞ্জ দুই ব্লকের বোচামারি এলাকার ঘটনা। জানা গেছে এদিন ওই ব্যক্তি সাইকেলে করে শীতবস্ত্র ফেরি করে বিক্রি করছেন। হঠাৎ করি কয়েকজন লোক তাকে আটক করে এবং তার পরিচয় যাচাই করতে শুরু করে। সেখানেই তৈরি হয় সমস্যা। যারা চায় ঐ ব্যক্তির বাবার নাম ভোটার কার্ডে রয়েছে মইনুদ্দিন মন্ডল এবং আধার কার্ডে রয়েছে মইনুদ্দিন শেখ। এতেই ঐ ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।