জানা যায় প্রত্যেক বছর পৌষ মাসের ২ বার। বীরভূম জেলার মুরারই২ ব্লকের অন্তগত পাইকর১ অঞ্চলের পাইকর গ্রামে কালুবালু মন্দিরে কালুবালু ঠাকুরের প্রথম ও দ্বিতীয় বাৎসরিক পুজো উপলক্ষে কালুবালু ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হয়।সেইমতো গত৫ পৌষ ইংরেজি গত ২১ ডিসেম্বর ২০২৫ সালে রবিবার। পাইকর গ্রামে কালুবালু মন্দিরে কালুবালু ঠাকুরের প্রথম বাৎসরিক পুজো উপলক্ষে কালুবালু ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হয়েছিলো।