খানাকুল ১: বন্ধুর সাথে প্রতারণা করে গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বন্ধু,গাড়িটিও উদ্ধার করল খানাকুল থানা
প্রতারণা করে গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বন্ধু।পুলিশ সূত্রে জানা যায়,খানাকুলের মৈখণ্ডর বাসিন্দা আজিজুর রহমান আর্থিক সংকটে পরে গাড়ির কিস্তি জমা দিতে না পেরে আরামবাগের শেখ আক্কাস আলী নামে এক বন্ধুকে গাড়িটি দিয়ে দেন।শর্ত ছিলো সে কিস্তি জমা দেবে।অভিযোগ,কিস্তি জমা না দিয়ে গাড়িটি বিক্রি করে দিয়ে গা ঢাকা দেয় আক্কাস।আজিজুল তার বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ করে।তদন্তে নেমে আক্কাসকে গ্রেফতার করে জেরা করে মুর্শিদাবাদ থেকে গাড়িটি উদ্ধার করে।