ব্যারাকপুর ১: বড়নগরে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার আক্রান্তের স্ত্রী সহ তিনজন
গত শুক্রবার বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত নর্দান পার্ক এলাকায় বিকাশ মজুমদার নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্তে নেমে আহত বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদার সহ তিন জনকে শনিবার গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ, ধৃতদের নাম রেখা মজুমদার প্রদীপ দে ,সুশান্ত আদক এবং মোঃ শামীম, পুলিশি সূত্রে খবর ধৃত প্রদীপ দের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল বিকাশ মজুমদারের স্ত্রীর রেখা মজুমদারের সেই ঘটনার জন্যই এই গুলি চলার ঘটনা ঘটেছে,