ধর্মীয় পদযাত্রা হল বেলদাতে। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার দেউলি এলাকায় ধর্মীয় প্রাণ মানুষজনদের নিয়ে ধর্মীয় পদযাত্রা করল বেলদার ধর্মপ্রাণ মানুষজন। স্বরূপানন্দ আশ্রমে দীক্ষিত ধর্মীয় প্রাণ মানুষজনেরা অংশগ্রহণ করেন এদিনের এই ধর্মীয় পদযাত্রায়। এদিন আশ্রম থেকে এই ধর্মীয় পদযাত্রা শুরু হয়ে দেউলী এলাকা পরিক্রমা করে। হরিনাম সংকীর্তনে মেতে উঠেন পদযাত্রায় অংশগ্রহণকারী মানুষজনেরা।