কেশপুর: ভরদুপুরে তিনটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কেশপুরের হাসপাতাল মোড়ে
ভরদুপুরে পরপর তিনটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরের হাসপাতাল মোড় এলাকায়, সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ হঠাৎই তিনটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশকে ও দমকলকে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন,প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে,পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা।