খয়রাশোল: বালিজুড়িতে বিজেপির গর্জন, তৃণমূলের ‘দুর্নীতি-সন্ত্রাসে’ সরব নেতৃত্ব
বীরভূম জেলা বিজেপির উদ্যোগে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামে বৃহস্পতিবার আয়োজিত হলো একটি বিশেষ সভা। তৃণমূল সরকারের চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অনিয়ম এবং SIR নিয়ে ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদেই এই সভার আয়োজন করা হয় বলে বিজেপির তরফে জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সম্পাদক বিভাস দত্ত, জেলা কমিটির সদস্য অনুপম বাগ, মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব।