বহরমপুর: সমতরী গ্রামে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক মহিলা, চিকিৎসার জন্য আনা হয়েছে বহরমপুরMMC&H-এ
বাড়ির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বনি ভোল্লা নামে এক মহিলা, বড়োয়া থানার সমতলী গ্রামের এই ঘটনার পর ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর, বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে আনা হয় চিকিৎসার জন্য।