খোয়াই: দূর্গানগর এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার গ্রেপ্তার এক
Khowai, Khowai | Nov 29, 2025 দূর্গানগর এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার গ্রেপ্তার এক।খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার অন্তর্গত দূর্গা নগর এলাকায় তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে। ৭২টি s p ট্যাবলেট ও ইয়াবা ১০টি। পার্থ দে নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।