ঐতিহাসিক ক্কেরাত, গজল, মুকালামা ও কুইজ প্রতিযোগিতা গলসির সিমনোড়ে ঐতিহাসিক ক্কেরাত, গজল, মুকালামা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হল গলসির সিমনোড় গ্রামে। দুইদিন ধরে চলা ওই প্রতিযোগিতায় এদিন দুপুর তিনটেয় এলাকার ৩৫ টি দ্বীনি মক্তব ৫৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। সিমনোড়ী গ্রামবাসীবৃন্দর পরিচালানায় ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে দুইদিন ধরে ওই সফল করতে সহযোগিতা করেন এলাকার মানুষ।