স্বামী বিবেকানন্দের ১৬৪ তম আবির্ভাব দিবস উপলক্ষে বামনহাট যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো সোমবার সকাল ১০টা নাগাদ স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের পর ক্লাবের সদস্যরা সকলে মিলে এই মহৎ উদ্যোগে সামিল হন, ক্লাবের বিভিন্ন স্থানে বকুল ফুলের চারা রোপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনহাট যুব সংঘের সভাপতি কনক রঞ্জন রায়, সম্পাদক তাপস চক্রবর্তী সহ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যরা।